মাইনুল হক মেনু :
কিশোরগঞ্জের কটিয়াদীতে নজরুল একাডেমি এর ১৩ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে নজরুল একাডেমির সভাপতি শাহ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার নারী ও শিশু ট্রাইমনালের জজ মোহাম্মদ সামছুল ইসলাম। নজরুল একাডেমির আয়োজনে নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক ও মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, নজরুল একাডেমির প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলাম মজনু, অস্ট্রেলিয়া ডিপার্টমেন্ট অফ জাস্টিজের কারেকশনাল অফিসার মো. ওয়াছেখ আল-আজাদ, কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাদল, নজরুল একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সেলিম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ঈসা খান, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু,
কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পাঠান, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান স্বপন, কটিয়াদি পৌরসভার সাবেক কাউন্সিলর আরিফুর রহমান উজ্জল, এডভোকেট অমর জাকির বাবুল, অ্যাডভোকেট আনিসুর রহমান শাহিন প্রমুখ।