1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে নান্দাইল প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রতিনিধি :
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার (৭ই জানুয়ারি) সকালে প্রেসক্লাব চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অপর দিকে সকাল ১১টায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী গ্রামীন লাঠি খেলা সহ ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে উপজেলা সদর (নতুন বাজার) নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেইটের সামনে থেকে উপজেলা পরিষদ, পুরাতন বাসট্যান্ড প্রদক্ষিন শেষে নতুন বাজার কলেজ গেইটের সামনে এসে র‌্যালীটি শেষ হয়।
এ উপলক্ষে বিকালে নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, এছাড়াও বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, সাফায়েত আহম্মেদ সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে নান্দাইল প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী লিখা সম্ভলিত কেক কাটা হয়।পরে সাংবাদিক সদস্য ও আজীবন সদস্যদের আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST