আবু হানিফ পাকুন্দিয়া প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আজ ৮ জানুয়ারী বুধবার দুপুরে কোদালিয়া এলাকার নাদিয়া বাড়ির আনোয়ার হোসেন আনার দুই টি ঘরের এ অগ্নিকাণ্ডের ভস্মীভূত হয় বলে জানান
অগ্নিকাণ্ডে দুই টি বসত ঘরের সব কিছু ভস্মীভূত হয়ে যায় এবং এতে ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকার।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনার, তার নিজ ঘরসহ তার ভাই ঘরে আগুন লাগে। এ সময় বাড়িতে মহিলারা ছিল। সে নিজ কাজের জন্য বাড়ির বাহিরে ছিল। আগুন লাগার খবর পেয়ে এসে তারা দেখতে পেয়েছে তাদের ঘরের সকল কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন তাদের পড়নের কাপড় ছাড়া কিছু তাদের নেই। আগুনে তাদের দুই টি ঘরের প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শাহজাহান জানান, দুপুরে ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে তারা এসে আগুন নিভাতে কাজ শুরু করে। আগুন নিভানোর আগেই দুই টি বসত ঘরসহ একটি রান্না ঘর পুড়ে যায়। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা তদন্তের পরে জানানো যাবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.