নিজস্ব প্রতিবেদক
তাড়াইলে উপজেলা সদররে দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার নুরানি কিন্ডারগার্টেন শাখার ২০২৫ শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান (৫ জানুয়ারি ) রোববার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে (৪র্থ তলা) অবস্থিত মাদরাসার হলরুমে অনুষ্ঠিত সবক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে সবক প্রধান করেন দারুল কুরআনের প্রধান উপদেষ্টা, খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমাদ আলী কাসেমী।
মাদরাসা দুটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাজির হোসেন, তরুণ আলেম ও মুহাদ্দিস মাওলানা ইমরান আহমাদ, দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মুফতি হাসান আহমাদ।
এসময় দারুল কুরআন মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা জিয়াউল হক, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, সহকারী শিক্ষক হাফেজ এনামুল হক, নাযেরা বিভাগের সহকারী শিক্ষক হাফেজ ইয়াসীন আরাফাত, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক হাফেজ হোসাইন আহমাদ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা রিফাত আহমাদ, কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা শরীফুল ইসলামসহ মাদরাসার ছাত্র, ছাত্রী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.