স্টাফ রিপোর্টার : ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে আসুন সবাই মিলে দেশটাকে পরিবর্তন করি , সবাই আন্তরিক হই , মনোযোগী হই তাহলে আমরা ব্যর্থ হবো না | গতবার সোমবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা রিসোর্স সেন্টারে " স্বপ্নের আদর্শ বিদ্যালয় " বিনির্মাণে প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজিব আলম | তিনি আরো বলেন , প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটানো সম্ভব | তিনি হলেন , প্রধান শিক্ষক হচ্ছেন বিদ্যালয়ের একজন ম্যানেজার ও একজন দক্ষ ব্যবস্থাপক | তার সঠিক নেতৃত্ব ও অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে প্রতিটি বিদ্যালয়কে একটি স্বপ্নে বিদ্যালয়ে রূপান্তরিত করা সম্ভব | আর এক্ষেত্রে প্রয়োজন শুধুমাত্র একটু আন্তরিকতা | তিনি উপস্থিত সকল প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান | এ সময় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন | টানা ১৪ দিন ব্যাপী চলবে এ প্রশিক্ষণ | এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউ আর সি ইন্সট্রাক্টর আমজাদ হোসেন আকন্দ ও কিশোরগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম |
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.