মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন লাবনী আক্তার তারানা।
গত রবিবার তিনি কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগদান করেন। তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান পূর্বক কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। তিনি বান্দরবান জেলার লামা উপজেলা থেকে বদলি হয়ে কটিয়াদীতে আসেন। তিনি ৩৮তম বিসিএস প্রশাসক ক্যাডারের কর্মকর্তা হিসেবে বান্দরবান জেলার লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ঢাকা জেলায় জন্ম গ্রহণ করেন। রবিবারে তিনি নিজ কর্মস্থল কটিয়াদী উপজেলা ভূমি অফিসে যোগদান করে নতুন দায়িত্ব পেয়ে বলেন, জনগণ হয়রানিমুক্ত ভূমি সেবা পাবেন, জনগণকে যেকোনো সময় ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি আমার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রধান কাজ। সদ্যবিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদের স্থলাভিষিক্ত করা হয় লাবনী আক্তার তারানাকে। গত ডিসেম্বরে সাফফাত আরা সাঈদ কটিয়াদী থেকে অন্যত্র বদলি হন।