নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা।
৫ জানুয়ারি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিক এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা। গতকাল সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে।এই সময় স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ফইজুন নাহার জানায় প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এর আগেও আমরা আন্দোলন করে ছিলাম। তখন তাকে তার পদ হতে সাময়িক ভাবে প্রত্যাহার করা হয়েছিল। এবং জেলা প্রশাসক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন।গত দুই দিন আগে স্কুলের ইমেইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে পুনঃবহালের জন্য একটি চিঠি আসে। এ খবরে স্কুলের ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে আবারও আন্দোলনের ডাক দেয়। তাদের দাবি আবারও যদি দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষককে পূনর্বহাল করা হয় তাহলে তা কোনভাবেই মেনে নিবে না ছাত্রীরা। তাকে স্থায়ী বহিষ্কার করে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।উল্লেখ্য গত ৬-১০-২০২৪ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকারা রেজুলেশন এর মাধ্যমে প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিকের বিরুদ্ধে অনাস্থা প্রদান করে।