করিমগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ভূমি বিরোধকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুর, লুটপাট ও এক নারীকে মারপিঠ সহ শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।
মামলার অভিযোগ ও সরজমিনে জানা যায়, করিমগঞ্জ উপজেলার শিমুলতলা (বাদেশ্রীরামপুর) এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে গত ৩০শে ডিসেম্বর ২০২৪ খ্রীঃ দুপুর ১ টা দ্বীন ইসলাম, রুহুল, রেহেনা,সানাউল গংরা একত্রিত হয়ে নূর ইসলামের স্ত্রী আছিয়ার উপর অতর্কিত হামলা করে এই ঘটনা ঘটায়।
কিশোরগঞ্জ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার ) ট্রাইব্যুনালে, করিমগঞ্জ উপজেলার মৃত আঃ রহিম আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করে। এতে মোঃ দ্বীন ইসলাম (৫৫) পিতামৃত- আঃ রহিম, মোঃ রুহুল (৩০) পিতা মোঃ দ্বীন ইসলাম, মোছাঃ রেহেনা (৪৬) স্বামী- মোঃ দ্বীন ইসলাম, সানাউল (১৮) পিতা। মোঃ দ্বীন ইসলাম সর্ব সাং- বাদেশ্রীরামপুর, শিমুলতলা, খানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ এর নাম উল্লেখ করে মামলায় অভিযোগ হয়েছে ।
এলাকাবাসী বলেন, ৫০ বছরের পুরনো রাস্তা থাকা সত্বেও দ্বীন ইসলাম গংরা জোরপূর্বক নুর ইসলামের বসত বাড়ীর উঠান দিয়ে নতুন রাস্তা নিতে চায় । উক্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় ৪/৫ টি সালিশ হয়। সালিশ না মেনে পূর্ব পরিকল্পিত কিশোর গ্যাং সদস্যসহ ৬/৭ জন লোক মিলে দ্বীন ইসলাম গংরা নূর ইসলামের নির্মাণাধীন ঘর ও বাথরুম ভাংচুর করে, বসত ঘরে হামলা করে নূর ইসলাম, আছিয়াকে মারপিট ও লুটপাট করেছে।
ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন আমার ১টি গোয়াল ঘর আসামীগণ কুবাইয়া, বাইরায়া ভাংচুর ও তচনচ করে ফেলে।
আসামীগণ একযোগে আমার বসত ঘরের বারান্দা, বাথরুম, দেয়াল, ইট ভেঙ্গে আমার বসত ঘরের দরজা জানালা ভাংচুর করিয়া ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে জানান আহতরা।
আহত নূর ইসলাম বলেন, দ্বীন ইসলাম হুকুম দিয়ে বলে আছিয়া ও নুরুসহ বাচ্চাদের হত্যা করতে (এদেরকে খুন করে ফেল)।
হামলাকারীরা আছিয়ার পরিহিত কাপড় ছোপড় টানিয়া ছিঁড়িয়া শ্রীলতাহানি করে। নুর ইসলাম আরও জানান, তার বসত ঘরের ভেতর প্রবেশ করে জমি গিরবির ও গাছ বিক্রির ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা আসামীগন নিয়ে যায়।
গুরুতর আহত আছিয়ার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসিয়া উদ্ধার করে আমার স্ত্রীকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আসামীগণ আমার বাড়ী ঘর দখল করে নিয়েছে। আসামীগণ লোকমুখে বলাবলি করিতেছে যদি আমি বাড়ীতে যাই তাহলে আমাকে ও আমার স্ত্রীকে খুন করে ফেলবে। আমার স্ত্রীর চিকিৎসা শেষে আমি স্থানীয় আর্মি ক্যাম্পে ও থানায় গেলে পুলিশ আসিয়া ঘটনা প্রত্যক্ষ করে আসামীগণ পুলিশের সহিত ও অসধাচারণ করে। থানা কর্তৃপক্ষ আমাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। বিরোধীয় পক্ষরা কোন দরবার শালিস ও আইনের লোকজন পরোয়া করেনা মর্মেও হুমকি দিচ্ছে।
উল্লেখ যে দ্বীন ইসলাম এর অত্যাচার থেকে বাঁচতে এর আগেও কিশোরগঞ্জ নির্বাহী ম্যাজিষ্টেট আদালতে দ্বীন ইসলাম ও রুহুল এর বিরুদ্ধে ১০৭/১১৪/১১৭ ধারায় একটি মামলা রুজু রয়েছে যার নং ৮৩৭ -২০২৪।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.