মাইনুল হক মেনু,
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত ইসলামী বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে শীর্তাত হিন্দু সম্প্রদায়ের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উপহার হিসাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ হতদরিদ্র মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলেছে। তাই কটিয়াদী উপজেলা জামায়াত পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লার শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে শীর্তাত হিন্দু সম্প্রদায়ের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রদীপ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ছাইদুল হক বিএসসি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, পৌর জামায়াতে ইসলামীর আমীর আনিছুজ্জামান রুবেল, কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় সাহা, মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মধুসূদন সাহা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.