মোস্তফা শাওন
কিশোরগঞ্জের রাজনগর আদর্শ বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ ও বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুই জানুয়ারি ১১টায় কিশোরগঞ্জে সদর উপজেলা যশোদল ইউনিয়নের ঘুষেরকান্দি
গ্রামে রাজনগর আদর্শ বিদ্যানিকেতনে স্কুলের মাঠে এই অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসময় বিন্নাটি আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ফজলুল হকের সভাপতিত্বে রাজনগর আদর্শ বিদ্যানিকেতন পরিচালক রাজন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সেনা সার্জেন্ট মজিবুর রহমান,
টিচার্স ট্রেনিং কলেজ ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক মোঃ বিলাল উদ্দিন আহমদ,ঢাকার ডাক পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তফা শাওন,কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ আনোয়ার হোসেন মেনন,
কিশোরগঞ্জের উপজেলা যুব উন্নয়নের সাবেক অফিসার কে. এম, আবদুল কাদির ভূঞা হিরো,হাফেজ আনোয়ার হোসাইন নবী,কিশোরগঞ্জ আল হালাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আশিকুর তানভীর, কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ আবদুল্লাহ আল তামীম প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়,
নতুন বই পেয়ে আনন্দে উৎসবে মাতছেন শিক্ষার্থীরা। অভিভাবকরাও সন্তানদের আনন্দ উচ্ছ্বাস দেখে সন্তোষ প্রকাশ করছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.