মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বিনামূল্যের
বই বিতরণ উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকালে কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈুদল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম মাহফুজ, কটিয়াদী উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, কটিয়াদী আর্দশ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, আচমিতা জজ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চরআলী ইছামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।