মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে প্রস্তুত্তিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২:০০ টায় কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত হাবিবুল্লা বাহার, কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র ও কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সেক্রেটারী মাহমুদুল হাসান, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঞা সবুজ, উপজেলা প্রকৌশলী অনুতবল, কটিয়াদী পৌরসভার সাবেক কাউন্সলর মোঃ মাহফুজুর রহমান মিঠু, বৈষম্য বিরোধী ছাত্র রাব্বি প্রমূখ।
প্রস্তুতিমুলক সভায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপনের লক্ষ্যে কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ১মাস ব্যাপী বিভিন্ন ধরনের খেলাধূলাসহ পরিস্কার পরিচ্ছন্নতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.