আমিনুল ইসলাম রিপন: গত শনিবার (২৮শে ডিসেম্বর) বেলা ১০ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার মহা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সভাপতি মামুনুর রশিদ শাহিন ও মহাসচিব কামরুল ইসলাম এবং জাতীয় সাংবাদিক সংস্থার কমিটির নেতৃবৃন্দ ! উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ পুরস্কার সারা বাংলাদেশের জেলা ‘উপজেলা ‘মহানগর ‘সিটি এর মধ্যে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে কিশোরগঞ্জ তাড়াইল জাতীয় সাংবাদিক সংস্থা ইউনিটকে প্রথম সম্মানসূচক পুরস্কার দেয়া হয়।
পুরস্কার তুলে দিলেন তাড়াইল উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর হাতে।মোঃ শহিদুল ইসলামকে জিজ্ঞেস করলে প্রতিক্রিয়া জানান যেকোনো পুরস্কারেই সবার জন্য খুশির সংবাদ এ খুশি
শুধু আমার একার নয় সবার তথা তাড়াইল উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা ইউনিটের সকল নেতৃবৃন্দের।পরিশেষে সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে সবার কাজ সমাপ্তি ঘোষণা করেন।