প্রেস রিলিজ
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে ২১ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অদ্য ২৫/১২/২০২৪খ্রি. ১৫.০০ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন চামড়াবন্দর ফেরীঘাট সংলগ্ন জনৈক মোঃ তাজুল ইসলাম এর মালিকানাধীন অজিহীয়া মোহাম্মদীয়া তরিকায় হোটেলের সামনে অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ শাহিন মিয়া (২০), পিতা-মোঃ জলফু মিয়া, সাং-আমরোট বাজার(বনগাঁও), ২। নাজমা আক্তার (৩৫), স্বামী- মোঃ মামুন@লাকছু, সাং-উত্তর বরাইল, উভয় থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জদ্বয়’কে আটক করে এবং তল্লাশি করিয়া তাদের হেফাজত হইতে সর্বমোট ২১ কেজি গাঁজা, ০২টি মোবাইল সেট ও মাদক বিক্রয়লব্দ নগদ-৫,৩২০/- (পাঁচ হাজার তিনশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.