আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম
অন্তবর্তী সরকারের ভূমি মন্ত্রনালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উপদেষ্টা হাসান আরিফ ২১ ডিসেম্বর শনিবার ২০২৪ হৃদরোগে আক্রান্ত হয়ে ২১ ডিসেম্বর শনিবার ইন্তেকাল করেন। তার মৃত্যুতে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এক শোক প্রস্তাব গৃহীত হয়। সারা দেশে ২৪ ডিসেম্বর সোমবার ২০২৪ রাষ্টীয় শোক দিবস পালন উপলক্ষে সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হয়। শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি ( জামালপুর) রাষ্টীয় এই শোক উপেক্ষা করে জাতীয় পতাকা অর্ধ নমিত না রেখা স্বাভাবিক ভাবে সম্পূর্ণ নিময়ে উত্তোলন করে। এ নিয়ে শহরে সচেতন নাগরিকদের মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে সমালোচনা করেন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে অবৈধভাবে নদী দখল করে এই বিশ্ববিদ্যালয় স্হাপন করা হয়। কাজেই তারা এই সরকারের রাষ্ট্রীয় শোক নাও মানতে পারে। তারা আরও বলেন, রাষ্ট্রীয় আইন না মানলে প্রচলিত আইনানুসারে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এদিকে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের সাথে যোগাযোগ করা চেস্টা করলে দায়িত্বশীল কাউকেই পাওয়া যায় নি। পরে জেলা প্রশাসক জামালপুর তার অফিসে যোগাযোগ করা হলে জানা যায় জেলা প্রশাসক জরুরি কাজে তিনি অফিসের বাহিরে আছেন। জেলা প্রশাসকের অফিসিয়াল মোবাইল ফোন যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায় নি। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ইফতেখার ইউনুস ( অতিরিক্ত দায়িত্ব শিক্ষা) সরাসরি তার অফিসে যোগাযোগ করা হলে এই প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পতাকা নীতিমালা/ বিধি ভঙ্গকরলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক জামালপুর শহরে ফৌজদারি মোড় ও নদীর উপর নির্মিত বিশ্ববিদ্যালয় এলাকায় এক পথচারী বিশ্ববিদ্যায়ের পতাকা উত্তোলন এর প্রত্যক্ষদর্শী বিকাল ৩ :৪৫ মিনিটে জানান শুরু থেকে এ বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ব্যক্তিরা এখন পলাতক থেকেও নানা বেআইনি কাজ করে যাচ্ছে, সরকার ও প্রশাসনের উচিত নদীর ( ভূমির) শ্রেণি পরিবর্তনে জড়িতদেরসহ এ বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম
খতিয়ে দেখে পরিবেশ আইন ও প্রচলিত আইনানুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.