মোঃ আমিরুল ইসলাম রিপন মফস্বল প্রতিনিধি :
আমার ভাই কবরে - খুনি কেন বাহিরে?
সাদপন্থীদের আস্তানা ভেঙে দাও ভেঙে দাও
এই স্লোগানকে সামনে রেখে,
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায়,১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমা ময়দানে নিরীহ মুসল্লিদের ওপর সাদ পন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী সাদ পন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তাড়াইল উপজেলা উলামা মাশায়েখ ও তাওহিদী জনতা।
এতে লক্ষ্য করা গেছে
রবিবার ২২ (ডিসেম্বর) বেলা ১১ পর বিভিন্ন মসজিদ ও মাদরাসার তৌহিদী জনতা উপজেলা সদর সড়কে এসে সমাবেত হয়ে।পরে একাদিক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,তাড়াইল দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসায় মাঠে ঐক্যবদ্ধ হয় ।
এসময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলার ইমাম ও উলামা পরিষদের সভাপতি, মাওলানা ফয়জুদ্দিন,তাবলীগ জামাতের আমির মাওলানা মুফতি শহীদুল্লাহ, মাওলানা বোরহানউদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম, এছাড়াও বিজ্ঞ ওলামায়ে কেরাম, তাবলীগের সাথী এবং ইসলাম প্রিয় তাওহীদি জনতা।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের আহবান থাকবে বাংলাদেশ থেকে দ্রুত সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে। টঙ্গী ইজতেমার ময়দানে ওসামা গং এবং ঘটনার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে।
এছাড়াও লক্ষ্য করা গেছে, আলোচনা শেষে তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকীর নিকট একটি স্মারকলিপি ও পেশ করেন। উক্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয় টঙ্গী এস্তেমার পরিকল্পনাকারী ও হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করে এবং তাদের সকল স্থানে সকল কার্যক্রম বন্ধ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.