মো: আজিজুল হক ফাহিম
ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর বিস্ফোরক ও হত্যার অভিযোগে অষ্টগ্রাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী নেতা মোঃ মোস্তাক আহমেদ কমলের বিরুদ্ধে কিশোরগঞ্জের বাজিতপুর থানা ও ঢাকায় বিস্ফোরক ও হত্যার অভিযোগে দুটি মামলা হলে গ্রেফতার হননি তিনি। বরং তাঁকে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইউআরসি, টিও সহ পুর্ব অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়া।
বিষয়টি নিয়ে অষ্টগ্রামে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সুত্র বলছে, মামলার বাদীরাও আতঙ্কে ভুগছেন বলে জানিয়েছেন।
মোস্তাক আহমেদ কমলকে আসামি করা মামলার বাদী বলেন, ‘হত্যাচেষ্টা মামলার আসামি সরকারি অনুষ্ঠানে অতিথি হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার ও হয়েছে এরপরও পুলিশ খুঁজে পাচ্ছে না বলাটা দুঃখজনক। আমরা সত্যিই আতঙ্কিত।’
গত রবিবার (১৫ ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও মা সমাবেশের আয়োজন করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, ইউআরসি মোঃ মোজাম্মেল হক ও আমিন্ত্রিত অতিথি মোস্তাক আহমেদ কমল। এ অনুষ্ঠানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করা হলে সকলের নজরে আসার পর সমালোচনার ঝড় বইছে।
যদিও প্রধান শিক্ষকের নির্দেশে মা সমাবেশের কর্মসূচির পোস্ট ফেইসবুক থেকে সরানোর কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়া।
সদর ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, বিষয় টি আমি ফেইসবুকে দেখে সাথে সাথেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে বিষয়টি অবহিত করেছি উনারাও বিষয়টি জানতেননা। জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনো মুছে যায়নি এরই মধ্যে ফ্যাসিবাদী দলের নেতারা সরকারি পোগ্রামে কি করে অংশ নেয়? বিষয়টি দুঃখজনক। সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
এবিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আমিন এ প্রতিনিধিকে জানান, মোস্তাক আহমেদ কমলের নামে অষ্টগ্রাম থানায় কোন মামলা নেই।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলশাদ জাহান বলেন, আমি বিষয়টি শুনেছি বিষয়টি খুবই দুঃখজনক। এবিষয়ে প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.