এসকে শাহীন নবাব
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের ওপর (জুবায়েরপন্থী) সাদপন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার টার দিকে ইমাম উলামা ও তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে রুপান্তরিত হয়। মাওলানা আবুল কালাম ফারুকীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কারিমুল্লাহ,মওলানা নাজমুল হক ফয়সাল,মওলানাআসাদুজ্জামান, শামসুজ্জামান, মতিউর রহমান, হেলাল উদ্দিন, মোস্তাকিম, রইছ উদ্দিন খান দুলাল, হাসিম উদ্দিন, রফিকুল ইসলাম বাচ্চু, আবুল কাশেম (জুয়েল),এমদাদুল্লা ও আবুল পাতা নূরুল্লাহ প্রমূখ। এছাড়াও এ সময় স্থানীয় তরুণ আলেম সমাজ ও তৌহিদি জনতা ও বাংলাদেশ তাবলিক জামাত (জুবায়েরপন্থী)-এর অনুসারীরা এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.