আবু হানিফ পাকুন্দিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি :-টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে পূর্বপ্রস্তুতির সময় মাওলানা সাদ পন্থীদের হামলায় নিহত পাকুন্দিয়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল হক বাচ্চুর জানাযা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা ফুটবল খেলার মাঠে ১ম দফা জানাযা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অংশ নেয় এবং এমন নেক্কারজনক হামলা ও হত্যার ঘটনার বিচার দাবি করেন।
পরে দুপুর ২ টায় কিশোরগঞ্জের মারকাজ মসজিদে তার জানাযা নামাজ শেষে সেখানেই দাফন করার হয়েছে।
মোঃ আমিনুল হক (বাচ্চুর) বাড়ি এগারসিন্দুর ইউনিয়নের খামা এলাকায় মূত উসমান গনি ছেলে। তিনি এগারসিন্দুর ইউনিয়নের তাবলীগ জামাতের আমির ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.