নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ ডিসেম্বর ) বেলা এগারোটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের ভূইয়া মাসিন্দা গ্রামে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত মোঃ ওয়াজেদুল ইসলাম (৩৫) ভূইয়া মাসিন্দা গ্রামের লুতফর রহমানের ছেলে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি বিক্রি ও ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.