আইরিন আক্তার
হে অগ্রদূত বিনম্র শ্রদ্ধা
আমাদের দিয়েছো শক্তি তুমি
তোমার প্রেরণায় ঘর ও বাহিরে
কর্মজীবী নারী আমি।
তুমিই প্রথম গিয়ে ছিলে দ্বারেদ্বারে
চেয়েছিলে
আসুক নারী আলোর পথে
অসহায়ত্ব মুক্তি হোক
নারী ও চলুক উল্টো রথে।
তোমার দেখানো সেই পথ
নতুন এর খুঁজে নৃত্য ছুটছে নারী
নিজের টাকায় সংসার চাকা
সাথে গড়ছে স্বপ্নের বাড়ি।
মেয়েও পারে ছেলের মতো
মা-বাবার দায়িত্ব নিতে
সঠিক পরিবেশ পায় যদি
নিজের চেষ্টা কর্ম টুকু জিতে।
নারী আজ বোঝা নয়
তোমার আদর্শে আমরা অস্র
হাত পেতে থাকি না দাঁড়িয়ে
দাও পুরুষ শাড়ি,গহনা,বস্ত্র।