সাব্বির আহাম্মদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ- কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তজার্তিক দুনীর্তিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী গতকাল সোমবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বাজিতপুর দুনীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, ফারাশিদ বিন এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদ ফাত্তাহ। বাজিতপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার মনিরুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য ডা. হাবিবুর রহমান, বাজিতপুর রাজ্জেকুন্নেছা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ রেজাউল করিম (রাজিব)। বাজিতপুর উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি সাব্বির আহাম্মদ মানিক প্রমুখ। বক্তরা বলেন, দুর্নীতি বিরোধী তরুনদেরকে এগিয়ে আসতে হবে এবং উপজেলার স্কুল কলেজে ছাত্রদেরকে নিয়ে দুর্নীতি বিরোধী প্রতিরোধের উদ্ভদ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.