নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে শনিবার দিবাগত মধ্যরাতে মৃত মহিউদ্দিন ভূঁইয়ার পুত্র মো,আলমগীর ওরফে আলম মিয়ার প্রায় ৬০ শতাংশ-পুকুরে বিষ ঢেলে দেওয়ায় প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মরে পুকুরে ভেসে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৮ ডিসেম্বর ) মোহাম্মদ আলমগীর ওরফে আলম মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র কবির উদ্দীন, কবির উদ্দীনের পুত্র রায়হান মিয়া, মৃত হাবিবুর রহমানের পুত্র রিয়ান মিয়া,মৃত নুরুল ইসলামের পুত্র মিলন মিয়া সিংরইল ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা এবং আমার প্রতিবেশী হয়। বিবাদীর সাথে আমার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরিয়া শত্রুতা চলে আসিতেছে। আমি আমার বাড়ির পশ্চিম পাশে ৬০ শতক পুকুরে দেশীয় রুই, কাতল, মৃগেল, সরপুঁটি গ্রাসকার্পু সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। তাই উক্ত ফিসারীতে রাতে পাহারা দিতে হয়।প্রতিদিনের মত শনিবার রাতে আনুমানিক দশ ঘটিকার সময়, টর্চ লাইট নিয়ে পুকুরপাড়ে আসামাত্রই উল্লেখিত ব্যক্তিগণ আমাকে দেখিয়া পুকুরে মাছ নিধন ট্যাবলেট নিক্ষেপ করিয়া দৌড়িয়া চলে যায়।
উল্লেখিত বিবাদীরা পুকুরে মারাত্মক ধরনের বিষ ঢেলে প্রতিশোধ নিতে এই অমানবিক অপকর্ম টি সাধন করে। রোববার সকালে শতশত মানুষ পুকুরের মরা মাছ দেখে তীব্র খুব প্রকাশ করে এবং নিন্দা জ্ঞাপন সহ উপযুক্ত বিচার দাবি করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ আহমেদ জানান বাদীর লিখিত এজাহার পাওয়া গেছে বিষয়টি যথাযথ তদন্ত করে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.