নূরুন্নাহার নূর
সুখের খুঁজে ছুটলে তুমি
সুখ পাবে না কভু,
সঠিক পথে চললে তুমি
সুখটা দিবেন প্রভু।
দুঃখ সুখের মালিক যিনি
থাকবে যাহার সাথে,
আলো দেখবে সব কিছুতেই
হোক না আঁধার রাতে।
কর্ম ফলেই সুখ মিলে ভাই
দু'দিন আগে পরে,
নিজে থেকেই ধরা দিবে
সুখটা তোমার ঘরে।
লোভের নেশায় ভুলের পথে
কভু নাহি যেও,
সময একদিন বিচার করবে
হিসেব তখন দিও।
দুঃখ সুখের লীলা খেলায়
মিলে জীবন চলে,
উনি যদি চাইবে আসুক
সুখটা তোমার দলে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.