আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে খুটির সাথে আটকে যায়। ট্রাকটির সামনের অংশ ধুমরে মুচড়ে যায়, এতে চালক গাড়ির ভিতর আটকা পড়ে। এঘটনায় চালক গুরুতর আহত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাত ৮ টা ৫০ মিনিটের দিকে টাঙ্গাইল - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলাধীন আশুরা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
মধুপুর ফায়ার স্টেশন অফিসার মো. বোরহান আলী জানান, রাত ৯ টার দিকে সংবাদ পাই টাংগাইল ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কের আশুরা নামক স্থানে একটি ট্রাক মধুপুর হতে টাঙ্গাইল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে আটকে আছে এবং গাড়ির ড্রাইভার ভিতরে আটকা পড়েছে। সংবাদ পেয়ে ট্রেশন অফিসার বোরহান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তিনি জানান, গাড়ির সামনের অংশ ধুমরে মুচড়ে গিয়ে ড্রাইভার ভিতরে আটকা পড়ে। গাড়ীর সামনের অংশ কেটে ড্রাইভারকে উদ্ধার করে বিভাগীয় এম্বুলেন্স যোগে জরুরী ভিত্তিতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানে হয়েছে । আহত ড্রাইভারের নাম নাইম। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামের নুর আলমের ছেলে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.