স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের নান্দাইল উপজেলা গনপাঠাগার পরিচালনা কমিটির প্রথম সভা সোমবার (২রা ডিসেম্বর) পাঠাগার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পাঠাগারের সভাপতি বাবু অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পাঠাগার পরিচালনা ও পাঠক বৃদ্ধি কল্পে কতিপয় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাঠাগারের সাধারণ সম্পাদক উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন নেচ্ছা ও ফাইজুল ইসলামের সঞ্চালনায় সভায় পাঠাগার উন্নয়ন ও পরিচালনা নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়েজুর রহমান, সমাজ সেবা অফিসার ইনসান আলী, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহম্মেদ সহ সকল বিভাগীয় প্রধানগন বক্তব্য রাখেন। এছাড়া পাঠাগার কার্য্যকরী কমিটির সম্মানিত সদস্য হক ফাতেমা পাঠাগারের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, কবি ও লেখক ফাহমিদ আহম্মেদ, সাংবাদিক ফয়সাল আহম্মেদ, ডা: মোঃ ফখর উদ্দিন ভূইঁয়া প্রমুখ মতামত ব্যক্ত করেন। উল্লেখ্য, উপজেলা পরিষদ পুরাতন ভবনের ২য় তলায় (সাবেক উপজেলা চেয়ারম্যানের কক্ষ) উপজেলা পরিষদ গনপাঠাগার চালু করা হয়েছে। নান্দাইল উপজেলা পরিষদ থেকে এই পাঠাগার পরিচালনার সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পাল পাঠাগার কর্মী ও সুশীল সমাজের দাবীর প্রেক্ষিতে এই পাঠাগার চালু করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.