আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম : চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি। রোববার বেলা সাড়ে ১১টায় জামালপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী এই সমাবেশের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্টু, এডভোকেট আব্দুল আওয়াল, জামায়াতে ইসলামী জামালপুর জেলা সেক্রেটারি, দিদারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান,এডভোকেট দিদারুল ইসলাম দিদার,এডভোকেট নজরুল ইসলাম (৫) (জামায়াত রুকন) এডভোকেট সোহেল রহমানসহ প্রায় দেড় শতাধিক আইনজীবি।
আইনজীবীরা তাদের বক্তব্যে জানান, দেশকে অস্থিতিশীল করার জন্যই চট্টগ্রাম আদালতে ন্যাক্কারজনক ও হত্যাকাণ্ড ঘটানো হয়। আইনজীবীরা অনতিবিলম্বে আইনজীবী হত্যারকারীদের গ্রেফতার ও বিচারসহ ইসকন নিষিদ্ধ এবং আদালত প্রাঙ্গণে দেশের সকল আইনজীবীদের নিরাপত্তার দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.