আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি ঃ
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতাকে নির্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ শে নভেম্বর) বিকালে ভালুকা পৌরশহরের জ্ঞানীর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে হাইস্কুলের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান সানি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই হত্যাকান্ডে খুনি হাসিনা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ আরো কঠোর হতে বাধ্য হবে। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.