কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গত ২৮ নভেম্বর দিবা গত রাতে রাজারহাট থানার পার্শ্বে মৃতঃ কালীপদ সরকারেন বাড়িতে আনুমানিক ৩' ৩০ মিনিটে তিনটি মটর সাইকেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। একটি হোন্ডা এইচ পি ১২৫ সিসি আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়। অপর সাইকেল দুটি সামান্য ক্ষতিগ্রস্ত এবং দুটি সাইকেলের দুটি ব্যাটারী চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। ওই বাড়িতে চারটি পরিবার বাস করে আসছিল। ভাড়াটিয়া মোহাম্মদ শাহজাহান বলেন রাত্রি আনুমানিক তিনটের সময় আগুনের পোড়ানো শব্দে জেগে ওঠে এবং এগিয়ে যায়। তখন সে মোটরসাইকেল জ্বলতে দেখেছে। ভাড়াটিয়া মানিক দত্ত টিভিএস মোটরসাইকেলটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাটারিটা চুরি করে নিয়ে গেছে। ভাড়াটিয়া স্বপন কুমার জানান তারা honda hp গাড়িটি সম্পন্ন ঘষিভূত হয়েছে। ভাড়াটিয়া শ্যামল রায় বলেন তার ডিসকভার গাড়িটি মা আংশিকভাবে নষ্ট করে এবং ব্যাটারিটা চুরি করে। পিআইও অফিসের সাবেক কর্মচারী ইনদ্রমোহন সূত্রধর জানান, হৈ হল্লা শুনে দেখি আগুনের লেলিহান ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। ভেজানো কম্বল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। তখন বারান্দায় আগুন লেগেছে। এলাকাবাসীর জানান এ আগুন আগানোর দূরভী সন্ধি ছিল। এ আগুন নেভাতে না পারলে চারটি পরিবারের সবাই পূড়িয়ে যেত। বর্তমানে বর্তমানে বাড়ির লোকজনসহ এলাকাবাসী দুশ্চিন্তায় জীবন যাপন করছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.