পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ শুক্রবার ঢাকার মঞ্চ মাতাবেন। রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন তিনি। কনসার্ট উপলক্ষে গতকাল ২৮ নভেম্বর বিকেলে ঢাকায় পৌঁছেছেন এ শিল্পী।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান জানায়, আজ রাত আটটার পর মঞ্চে উঠবেন আতিফ। এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।
এদিকে কনসার্টে আতিফ ছাড়াও আরও পারফর্ম করবেন পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। এছাড়া এই কনসার্টে বিশেষ এক চমক থাকবে, যা এখনই প্রকাশ করছে না আয়োজক কমিটি।
প্রসঙ্গত, বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.