অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ। প্রথম দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৩ ওভার। টাইগার পেসার তাসকিন আহমেদের জোড়া আঘাতে সেশন শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫০ রান তুলতে পেরেছে স্বাগতিকরা।
বোলিংয়ের শুরুটা খুব একটা আশা জাগানিয়া ছিল না বাংলাদেশের। প্রথম ঘণ্টায় কোনো উইকেটই নিতে পারেনি তারা। টস জেতার পর এই সময়টুকুই কাজে লাগাতে চাওয়ার কথা বলেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ইনিংসের ১৪ তম ওভারে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত করেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ৪ ও দলীয় ২৫ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
ব্র্যাথওয়েটের বিদায়ের পর ক্রিজে আসেন কেসি কার্টি। তবে তার ব্যাট হাসেনি এদিন। দলীয় স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই তাইজুলের হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তাকেও সাজঘরে পাঠান তাসকিন।
ক্রিজে আছেন মিকাইল লুইস ও কাভেম হজ। দুজনেই অপরাজিত আছেন যথাক্রমে ৩৬ ও ১০ রানে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.