হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে মো.খসরু মিয়া খোকনকে হত্যা চেষ্টার অভিযুক্ত আসামিদের বিচার চেয়ে ধুলিহর এলাকার বাসীর ব্যানারে গতকাল রবিবার সকাল ১০ টায় হোসেনপুর পৌর এলাকার নতুন বাজারে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন শেষে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা জানান,উপজেলার ধুলিহর গ্রামের মো. খসরু মিয়া খোকন পূর্ব শত্রুতার সূত্রপাত থেকে গত ১৩ নভেম্বর বুধবার রাত ৮ টার দিকে হোসেনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে থানার পিছনে বাবুল হুজুরের মাদ্রাসার সামনে পাকা রাস্তায় গতি রোধ করে ধুলিহর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আতিক মিয়া (২২), তার ভাই আমান উল্লাহ, উজ্জ্বল মিয়া গং হাতুরি পেটা করে ও হত্যার উদ্দেশ্য পেটে ধাঁরালো ছুরিকা ঘাত করে। পরে এলাকাবাসি তাঁকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে বিচার চেয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদের সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, সাবেক ওয়ার্ড কমিশনার ওয়াসিম মিয়া, বিএনপির নেতা সাদ্দাম হোসেন, খালেক মিয়া, কাজল মিয়া, চাঁন মিয়া, পৌর ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রাজিব মিয়া প্রমুখ। এ ঘটনায় হোসেন পুর থানায় হত্যা চেষ্টার অভিযোগে আমান উল্লাহ, আতিক মিয়া, উজ্জ্বল মিয়া, আসলাম মিয়া ও অজ্ঞাত ৪/ ৫ জনের নামোল্লেখ করে শনিবার (১৬ নভেম্বর) থানায় মামলা দায়ের করা হলেও এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি বলে বক্তৃতারা জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.