1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নির্বাচনে প্রশাসন থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ—জেলা প্রশাসক চুনারুঘাটে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী আহত কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের আহমদ আলীর আপিল কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগ লিবিয়াতে বেগম খালেদা জিয়ার সম্মানে একটি শোক স্বাক্ষর আনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কটিয়াদীতে বিএনপি’র দোয়া মাহফিল ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ ভালুকায় এলপিজি গ্যাসের দাম মনিটরিংয়ে মোবাইল কোর্ট ত্রিশাল উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত গাজাসহ ২ মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-১৪
শিরোনাম
নির্বাচনে প্রশাসন থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ—জেলা প্রশাসক চুনারুঘাটে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী আহত কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের আহমদ আলীর আপিল কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগ লিবিয়াতে বেগম খালেদা জিয়ার সম্মানে একটি শোক স্বাক্ষর আনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কটিয়াদীতে বিএনপি’র দোয়া মাহফিল ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ ভালুকায় এলপিজি গ্যাসের দাম মনিটরিংয়ে মোবাইল কোর্ট ত্রিশাল উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত মুস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

তাড়াইলে হলিডে ক্যাম্প – ২০২৪ আনন্দে সারাদিন

  • প্রকাশ কাল রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়েছে

স্টাফ রিপোর্টার : শিক্ষায় বিনিয়োগ, সমৃদ্ধ বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে ধারণ করে, কিশোরগঞ্জ তাড়াইলে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১৬ (নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম গোলাম কিবরিয়া সভাপতিত্বে ও উপস্থাপনায় খায়রুল বাশার রাসেল ও সঞ্চালনায় হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো : কুতুবউদ্দিন এবং উপজেলা প্রশাসন, তাড়াইল ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে হলিডে ক্যাম্প ২০২৪ আনন্দে সারাদিন প্রথমেই কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতএবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবক্কর সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর মনোরঞ্জন তালুকদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, এলাকা সমন্বয়কারী আ. ন. ম. নাজমুল হুসাইন,পলাশ কান্তি পাল,সহ তাড়াইল উপজেলার ১৭ টি উচ্চ বিদ্যালয়ের সহযোগী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ১৭ টি উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন করে ৩০৬ জন ইয়ুথ ইউনিটের শিক্ষার্থীারা বিভিন্ন ইভেন্ট ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলে।
আরও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সাবেক সম্পাদক সামির হোসেন সাকী।
এছাড়া উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউনিয়ন সমন্বয়কারী বৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে দামিহা ইউনিয়ন সমন্বয়কারী সাংবাদিক রবীন্দ্র সরকার, ধলা ইউনিয়ন সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন, তাড়াইল সাচাইল ইউনিয়ন সমন্বয়কারী পাপিয়া জাহান, রাউতি ইউনিয়নের শামীমা হায়দার সেতু, তালজাঙ্গা ইউনিয়ন সমন্বয়কারী হুমায়ুন রশিদ জুয়েল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী বলেন – আমাদের শুধু বাল্যবিবাহ নিয়ে কাজ করলে চলবে না পাশাপাশি আমাদের আরও অনেক ধরনের সমস্যা রয়ে গেছে সেগুলো নিয়েও কাজ করতে হবে তবেই আমাদের সফলতা আসবে।
এছাড়াও অন্যান্যরা বক্তব্যে বলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কেবল নির্ভরশীলতা অর্জনের লক্ষ্যেই কাজ করছে না বরং আত্মনির্ভরশীলতার ভিত্তিতেই কাজ পরিচালনা করছে। লক্ষ্য করা গেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ নারী নির্যাতন বাল্যবিবাহ ইভটিজিং জুয়া সহ সচেতনামূলক কাজগুলো করে যাচ্ছে। তারা বিশ্বাস করে এই ব্যতিক্রম ধর্মী প্রচেষ্টা মেয়েদের জন্য বিদ্যালয় কর্মসূচি অংশ হিসেবে সমগ্র তাড়াইল উপজেলায় নিলরস ভাবে দি হাঙ্গার প্রজেক্টর বাংলাদেশ কাজ চালিয়ে যাচ্ছেন। আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।অনুষ্ঠানের শেষান্তে বাল্যবিবাহের উপর একটি নাটিকা অনুষ্ঠিত হয় এবং পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠানটি শান্তিপ্রিয়ভাবে পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST