ভেনেজুয়েলার মনুমেন্টাল ডি মাতুরিন স্টেডিয়ামে প্রথমে গোল করেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। মাঝে ভিনিসিউস পেনাল্টি মিস করেন। আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়ে মেসির আর্জেন্টিনা। এছাড়াও এদিন মাঠে নেমেছিল ইকুয়েডর ও বলিভিয়া। ইকুয়েডর ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে।
বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের শুক্রবারের ম্যাচের পর পয়েন্ট টেবিলে বেশকিছু পরিবর্তন এসেছে। আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে। আর ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে ব্রাজিল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে তারা।
এদিকে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আর্জেন্টিনা থাকলেও কলম্বিয়ার সুযোগ রয়েছে তাদের ধরে ফেলার। শনিবার (১৬ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলবে কলম্বিয়া। এদিকে উরুগুয়েরও সুযোগ আছে দুইয়ে ওঠার। শনিবার কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে চার থেকে দুইয়ে উঠে যাবে তারা। তখন ব্রাজিল নেমে যাবে চার নম্বরে।
দল | ম্যাচ | জয় | ড্র | হার | পয়েন্ট |
আর্জেন্টিনা | ১১ | ৭ | ১ | ৩ | ২২ |
কলম্বিয়া | ১০ | ৫ | ৪ | ১ | ১৯ |
ব্রাজিল | ১১ | ৫ | ২ | ৪ | ১৭ |
উরুগুয়ে | ১০ | ৪ | ৪ | ২ | ১৬ |
ইকুয়েডর | ১১ | ৫ | ৪ | ২ | ১৬ |
প্যারাগুয়ে | ১১ | ৪ | ৪ | ৩ | ১৬ |
ভেনেজুয়েলা | ১১ | ২ | ৬ | ৩ | ১২ |
বলিভিয়া | ১১ | ৪ | ০ | ৭ | ১২ |
পেরু | ১০ | ১ | ৩ | ৬ | ৬ |
চিলি | ১০ | ১ | ২ | ৭ | ৫ |
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.