উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্ব থেকে বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালি। সান্দ্রো টোনালির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুসিয়ানো স্পালেত্তির দল। ইতালির এই জয়ে ইসরায়েলের সাথে ড্র করা ফ্রান্সও পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।
বৃহস্পতিবার রাতে ব্রাসেলসে ঘরের মাঠে প্রথমার্ধে বিবর্ণ ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বেলজিয়াম। বাঁচা-মরার লড়াইয়ে চার ম্যাচ পর জাতীয় দলে ফিরলেও পার্থক্য গড়তে পারেননি রোমেলো লুকাকু। সেই সাথে জ্বলে উঠতে পারেনি বেলজিয়ামও। খেলার ১১ মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ইতালি। বক্সের ভেতর জটলার মধ্য থেকে বল পেয়ে তা ঠান্ডা মাথায় জালে জড়ান সান্দ্রো টোনালি। এরপর বেশ কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি ইতালি। তবে শেষ আটে পৌঁছাতে বড় কোনো পরীক্ষা দিতে হয়নি লুসিয়ানো স্পালেত্তির দলকে।
/এসআইএন
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.