মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুড়ই ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর বিকেলে গুড়ই নতুন বাজার এলাকায় এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গুড়ই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া। নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল আলম মিঠু ও বাজিতপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
দলীয় সূত্রে জানা গেছে, ওই দ্বি-বার্ষিক সম্মেলনে গুড়ই ইউনিয়ন বিএনপির কমিটির নাম ঘোষণা করা হয়নি। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে ঘোষণা করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুড়ই ইউনিয়ন শাখার সাংগঠনিক সক্রিয়তা বৃদ্ধিসহ নতুন কমিটি অনুমোদনের জন্য এই দ্বি-বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.