নিজস্ব প্রতিবেদক : রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মূলকথা সংখ্যা গরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত সুস্থ ধারার জনকল্যাণমূখী রাজনীতি। তাই রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশকে দূর্বৃত্তায়িত রাজনীতির কবল থেকে মুক্ত করে আদর্শভিত্তিক জনকল্যাণমূখী রাজনীতি ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ’সুজন’ বাইশ বছর ধরে নাগরিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডাভ টেকনোলজি এন্ড কনসালটিং ফার্ম অফিসে সুশাসনের জন্য নাগরিক "সুজন" এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সুজন- সুশাসনের জন্য নাগরিক, কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এড. নাসির উদ্দীন ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মো. ফিরোজ উদ্দীন ভুইঁয়া, সহ-সাধারণ সম্পাদক শাহ এড. আশরাফ উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান,কোষাধ্যক্ষ পলাশ কান্তি পাল,নারী বিষয়ক সম্পাদক আতিয়া হোসেন, নারী উদ্যোক্তা খুজিস্তা বেগম জোনাকি, শামিমা আক্তার রিমা,শরিফা আক্তার মশগুল,জি এম শফিউল আলম আরজু,মো. হুমায়ুন আহমেদ প্রমুখ।
এ ছাড়াও আলোচনা সভায় সুজন- জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.