মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে যৌথ বাহিনীর অভিযানে ২৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪৭ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আচমিতায় মাদক সম্রাট আনোয়ার হোসেন আনুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে মাদক বিক্রিয় সময় ২৯৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪৭ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোনসহ আনোয়ার হোসেন আনু এবং তার ছেলে আনিছুল ইসলাম ও মাদক ক্রেতা সামছুল হুদা রফিকের ছেলে সুজাত মিয়াকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার গ্রেফতারকৃতদেও কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সেনাবাহিনী জানায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক সম্রাট আনোয়ার হোসেন আনু দুতলা বাড়িটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। দুতলা বাসায় সামনে একটি প্রোজেক্টরের মাধ্যমে মুভি শো করে এবং সেখানে জমায়েত হয়ে মাদকের কারবার করে। মাদক বিক্রির সময় মাদক সম্রাট আনোয়ার হোসেন আনু এবং তার ছেলে আনিছুল ইসলাম ও মাদক ক্রেতা সুজাত মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রির ৪৭ হাজার টাকা ও পুরোবাদি তল্লাশি কওে ২৯৫ পিস ইয়াবা পাওয়া গেছে। আনোয়ার হোসেন আনুকে গত আগষ্ট মাসের ২৭ তারিখে মাদকসহ গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছিল। অক্টোবরে ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে আচমিতা থেকে ২৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪৭ হাজার টাকাসহ তিনজনকে গ্রেফতার করে বুধবার কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.