স্টাফ রিপোর্টার :
১১ই নভেম্বর, ২০২৪, জীবনানন্দ সভা ঘরে সৃজনসাথী শিল্প সাহিত্য চর্চা কেন্দ্রের উদ্যোগে বসেছিল আবৃত্তি ও শ্রুতিনাটক উৎসব তথা প্রতিযোগিতার আসর।
গোপা আচার্য্য উদ্বোধন সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি কৌশিক গাঙ্গুলি। বিশিষ্ট অতিথি ছিলেন, সম্পাদিকা গৌরি দে, কবি কবীর রায় বাছার, CLFB এর অন্যতম কর্মকর্তা প্রীতম সরকার।
নয় টি সুদক্ষ শ্রুতিনাটকের দল এবং পনেরো জন দক্ষ আবৃত্তিকার অংশগ্রহণ করলেন, যাদের প্রত্যেকের অসাধারন উপস্হাপনা সবার মন কেড়েছে।বিচারক মন্ডলী তে ছিলেন মঞ্চাভিনেতা বাপ্পাদিত্য দাস, বাচিকশিল্পী অভিষেক ব্যানার্জী, লেখিকা এবং প্রখ্যাত বাচিকশিল্পী মানসী রায় চট্টোপাধ্যায় এবং আবৃত্তিকার শুচিতা গঙ্গোপাধ্যায়। আবৃত্তিতে প্রথম হলেন, সুতপা ধর চ্যাটার্জী, দ্বিতীয় শিখা দত্ত এবং তৃতীয় মিতা রায়।
শ্রুতিনাটকে প্রথম হলেন পার্থপ্রতিম চট্টোপাধ্যায় এবং মলি সিংহ রায়, দ্বিতীয় শ্রাবণী বল, টুলটুল দত্ত, এবং তৃতীয় বিশ্বজিৎ দাস এবং সায়নী হালদার।
অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল, মিতালী গোস্বামীর গান, এবং আশীষ ব্যানার্জী, শম্পা ব্যানার্জী, বন্দনা সাহা, জয়িতা দত্ত এবং সুজাতা ঘোষ এর আবৃত্তি।
সমগ্র অনুষ্ঠানটি সুদক্ষ হাতে পরিচালনার এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৃজনসাথীর মূল কর্ণধার শ্রীমতি সুজাতা ঘোষ, সহযোগিতায়, সমাজ ধারা পত্রিকার সম্পাদক শ্রী সোমনাথ ঘোষ।
অপূর্ব একটি মনোজ্ঞ সন্ধ্যা উপহার দিলো সৃজনসাথী শিল্প সাহিত্য চর্চা কেন্দ্র।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.