দূতাবাসের সমন্বিত প্রচেষ্টায় ত্রিপলীর তারিক মাতার ও তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৬৫ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (UZ222) মেতিগা বিমানবন্দর হতে ০৬ অক্টোবর ২০২৪ তারিখে বেলা ০২:৫০ ঘটিকায় উড্ডয়ন করেছে এবং আজ ০৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার আনুমানিক ভোর ০৬:০০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।
লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল প্রত্যাবাসিত বাংলাদেশি অভিবাসীদের সাথে সাক্ষাৎ করে এবং তাদেরকে বিদায় জানায়। এসময় দূতাবাসের পক্ষ থেকে তাদেরকে ভবিষ্যতে দালাল এবং মানবপাচারকারীর প্ররোচনায় পড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে অবৈধ অভিবাসনের চেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দেশে ফিরে পচারকারী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দূতাবাস হতে তাদেরকে উদ্ভুদ্ধ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.