মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল (২১ ইবি) এবং ময়মনসিংহ পুলিশের একটি বিশেষ টিম আজ ৫ নভেম্বর তারিেখ ভোর ৪টার পরে ময়মনসিংহ সদরের আকুয়া খালপার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী আপেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার নিকট হতে বিপুল সংখ্যক অবৈধ মাদক, দেশীয় অস্ত্র এবং মদ উদ্ধার করা হয়। সে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন যাবত সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে। তার নামে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দুইটি চাদাবাজি ও হত্যা মামলা রয়েছে।
অভিযান চলাকালীন আপেলের শীর্ষ সহযোগী ইমনের মা শরীফাকেও গ্রেফতার করা হয়। শরীফা তাঁর ছেলে ইমনের অপরাধমূলক কার্যক্রম, বিশেষ করে মাদক ব্যবসা পরিচালনা এবং স্থানীয়ভাবে চাঁদাবাজির মূল পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা হিসেবে ভূমিকা পালন করে থাকে বলে জানা যায়। একাধিক অভিযোগ এর ভিত্তিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.