আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে মাসব্যাপী ন্যায্য মূল্যে বিভিন্ন সবজি বিক্রয়ের কর্মসূচী গ্রহন করা হয়েছে।
বাজারে দৈনন্দিন বিভিন্ন খাদ্য সামগ্রী সিন্ডিকেটের মাধ্যমে মুল্য বৃদ্ধির কারনে ইতিমধ্যে তারা সপ্তাহব্যাপী ন্যায্য মূল্যে সবজি বিক্রি করে চারিদিকে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
মধুপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নতুন ব্রীজের উপর এ সবজি বিক্রয় কেন্দ্রটিতে অন্যান্য বাজারের চেয়ে কম মুল্যে সবজি পেয়ে ক্রেতাসাধারণ তাদের ব্যাপক প্রশংসা করছেন। ক্রেতাদের চাহিদার পরিপ্রেক্ষিতে মধুপুর সেচ্ছাসেবী ছাত্র সমাজ আবারও মাসব্যাপী অন্যান্য বাজারের চেয়ে কম মুল্যে সবজি বিক্রির উদ্যোগ নিয়েছেন।
এ উপলক্ষে সেচ্ছাসেবী ছাত্র সমাজ একটি সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক মেহেদী হাসান শিশির বলেন, সপ্তাহব্যাপী ন্যায্য মূল্যে সবজি বিক্রি করে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ন্যায্য মূল্যে সবজি বিক্রি করার কারণে বাজারের সিন্ডিকেট প্রায় বন্ধ হয়ে গেছে।
তিনি আরও জানান, আমরা বাজারের সিন্ডিকেট বন্ধ করতেই এ উদ্যোগ হাতে নিয়েছি, যে কারণে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা আবারও মাসব্যাপী সবজি বিক্রির উদ্যোগ নিয়েছি বলে জানান তিনি।
তাদের এ উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা বলেন, তাদের ন্যায্য মূল্যে সবজি বিক্রি বাজারের সিন্ডিকেট বন্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে, ফলে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে।
এসময় মধুপুর সেচ্ছাসেবী ছাত্র সমাজের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.