-কলকাতা প্রতিনিধি- আসাদ আলীঃ আজ ২ নভেম্বর, ২০২৪ তারিখ শনিবার সকাল ১০ টায় কলকাতার পার্ক সার্কাসে দি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অডিটোরিয়ামে দি হোমিওপ্যাথিক মেডিকেল অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার শিয়ালদহ ইউনিটের পরিচালনায় ও পি সি এম এইচ হাসপাতালের সহযোগিতায় এবং অর্গানাইজিং সেক্রেটারি চিকিৎসক শহিদুল ইসলামের দক্ষ সঞ্চালনা ও সার্বিক পরিচালনায় বিজ্ঞানী ও চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের ১৯২তম জন্মদিনের অনুষ্ঠান টি বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও অনুরাগীদের উপস্থিতিতে সুন্দর ভাবে সুসম্পন্ন হলো।
চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সভার সূচনা হয়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি বিশিষ্ট চিকিৎসক বি পি দাস, চিকিৎসক অনিল দত্ত, চিকিৎসক সলিল রায়, চিকিৎসক আতাউর রহমান, দি হোমিওপ্যাথিক মেডিকেল এ্যসোসিয়েশন অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি চিকিৎসক মিহির সেন, চিকিৎসক শামসুর রহমান, তিনি দুবাই থেকে আসেন,হ্যানিম্যান পাবলিশিং এর চিকিৎসক ডি এস ভড়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ডিরেক্টর চিকিৎসক সুভাষ সিং এবং এক্স ডিরেক্টর চিকিৎসক সমীর ভট্টাচার্য, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স অ্যাসোসিয়েশনের ভাইস চ্যান্সেলর চিকিৎসক ভবতোষ বিশ্বাস, চিকিৎসক অভিজিৎ চ্যাটার্জী, প্রত্যেক অতিথিকেই সুদৃশ্য সার্টিফিকেট ব্যাচ ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়।
প্রত্যেক অতিথি রাখেন তাঁদের সুচিন্তিত বক্তব্য ও অভিজ্ঞতা লব্ধ দিক নির্দেশনা। এছাড়াও বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে চিকিৎসক সেখ আসাদ আলী, চিকিৎসক আশীষ কুমার রায়, চিকিৎসক দেবাশীষ দাস, চিকিৎসক শ্রীবাস সেন, চিকিৎসক সুকান্ত বিশ্বাস, চিকিৎসক এস পি ঘোষ, চিকিৎসক তপন মন্ডল, চিকিৎসক মনোজ মৈত্র, চিকিৎসক সুখেন্দু নস্কর, চিকিৎসক অশোক কুমার মুখার্জি, চিকিৎসক অমিত মন্ডল, চিকিৎসক দীপক বোস, চিকিৎসক সমীর লোধ প্রমুখ।
প্রায় ৩০০ থেকে ৩৫০ চিকিৎসক এই সুন্দর অনুষ্ঠানে অংশ নেন।