নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে সিনিয়র সাংবাদিক মরহুম ফজলুল হক ভূঁইয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ নভেম্বর বিকাল ৪ টায় নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কনফারেন্স রুমে নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মিন্টু মিয়ার সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান। স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়,কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরায়েজী,নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি সেলিম ভূঁইয়া, ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মো.এনামুল হক, ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তাজুল ইসলাম,মরহুম ফজলুল হক ভূঁইয়া
র ছেলে জিয়া ইবনে হক প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা সাংবাদিক ফজলুল হক ভূঁইয়ার কর্মময় জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে ফজলুল হক ভূঁইয়া
র আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.