মোঃ তহিরুল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি।
চুয়াডাঙ্গা দর্শনা বাউল শিরমনি ফকির লালন সাঁইজির ১৩৪ তম তীরধান দিবস।
গতকাল শুক্রবার ১৬ কার্তিক ১ নভেম্বর ২৪ দর্শনা লালন একাডেমী আয়োজিত ৩০ তম সাধু সংঘ ও আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে। ঐদিন সন্ধায় একাডেমী মন্চে প্রধান অতিথি ছিলেন দর্শনার সা্ংস্কৃতি জগতের অন্যতম ব্যাক্তি মোস্তাক আহম্মেদ মনা,বিশেষ অতিথি ছিলেন বিটিভির লোকসংগীত শিল্পী ও দর্শনা সা্ংস্কৃতিক সংসদের সমন্বয়ক ধীরু বাউল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ জালাল উদ্দিন, নবীন দলের সদস্য সচিব আলাউদ্দীন, রাশেদ মল্লিক,সাজাহান সাজু,আমিরুল জোয়ার্দার। বক্তব্য শেষে মোস্তাফিজুর রহমান,পাচু সাঁইজি, ধীরু বাউল, সুজন শাহ, আলম শাহ সহ বেশ কিছু শিল্পী লালন সংগীত পরিবেশন করেন। ভাব ও লালন সংগীত শুনে কেরুজ শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ সহ মান্যবর অতিথিরা শিল্পীদের নগদ অর্থ উপহার দিয়ে সম্মান জানান।সাধু বাউল ফকিরদের পদ চারনায় একাডেমী চত্বর বেশ মুখরিত হয়ে উঠে।ভোর পর্যন্ত ভাব সংগীত চলে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.