তাড়াইল,( কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আখলাকুল ইসলাম অংকুরের পিতা - শিক্ষক শরিফুল ইসলাম ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহ,,,, রাজিউন)।
তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের জাওয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শরিফুল ইসলাম গতকাল শনিবার দুপুর ১২ টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেশ কিছু দিন যাবত তিনি শারীরিক অসুস্থতায় নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও ছয় মেয়ে,ছয় ছেলে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর বড় ছেলে আখলাকুল ইসলাম অংকুর জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।
গতকাল শনিবার রাতে জানাজা শেষে পৃর্ব জাওয়ার নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.