প্রেস রিলিজ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলাকারী কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বৌলাই ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ(৩৮)কে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বৌলাই এলাকা হতে গ্রেফতার।
গত ০৪/০৮/২০২৪ খ্রি. তারিখ বেলা অনুমান ১৩.০০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন খরমপট্টি এলাকায় এজাহার নামীয় আসামী আরিফুল ইসলাম সোহাগ(৩৮) সহ এজাহার নামীয় অন্যান্য আসামীগন বে-আইনী জনতাবদ্ধে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল সহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে মিছিলের উপর হামলা করে। উক্ত বিষয়ে মোঃ সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানার একটি মামলা দায়ের করেন। যাহা কিশোরগঞ্জ জেলার সদর থানার মামলা নং-০৯/৩৭৮, তারিখ-০৭/০৯/২০২৪ খ্রি. ধারা- ধারাঃ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪৩৬/১১৪/৩৪ দঃবিঃ সহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪ রুজু হয়েছে। বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলা রুজু পরবর্তীতে বর্ণিত আসামীসহ এজাহার নামীয় অন্যান্য আসামীগণ গ্রেফতার এড়াতে অজ্ঞাতস্থানে পলাতক থাকে। আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে মামলা রুজু পরবর্তী সময় হইতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় পলাতক থাকা উক্ত মামলার এজাহার নামীয় আসামীর কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বৌলাই ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ(৩৮) এর অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত করে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর অভিযানে র্যাবের একটি আভিযানিক দল অদ্য ০১/১১/২০২৪ খ্রি. তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় কিশোরগঞ্জ সদর থানাধীন বৌলাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬নং এজাহার নামীয় পলাতক আসামী আরিফুল ইসলাম সোহাগ(৩৮), পিতা-মৃত সাইদুর রহমান, সাং-ভরাটি চরপাড়া,বৌলাই, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে। উক্ত মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে।
৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.