মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১ নভেম্বর বিকেলে কৈলাগ ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কৈলাগ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে জনসভায় সভাপতিত্বে করেন কৈলাগ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া।
প্রধান অতিথি র বক্তব্যে বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরের ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, ফ্যাসিবাদের দোসররা খোলস পাল্টে ফের বিএনপির রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার ষড়যন্ত্র করছে। তারা তৃণমূলের সাথে মিশে গিয়ে বিএনপিকে বিতর্কিত করতে চায়। এ ব্যাপারে জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।’
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা আমিনুল হকসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ইউনিয়ন বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।