আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপি তথ্য মেলা সোমবার বিকেলে শুরু হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), উপজেলা প্রশাসন মধুপুর ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করে। এই মেলায় সরকারি বেসরকারি ২১টি প্রতিষ্ঠান নাগরিককে তথ্য দেওয়ার জন্য স্টল স্থাপন করেছে।
তথ্য মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। উদ্বোধন শেষে অতিথি গন বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সচেতন নাগরিক কমিটি মধুপুরের সভাপতি মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীর, টিআইবির কর্মসূচি সমন্বয়ক মাহানুল হক নোবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, সনাকের সহসভাপতি বাপ্পু মৃ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.