আতাউর রহমান বাচ্চু
নান্দাইল প্রতিনিধি : ৬ ঋতুর দেশ বাংলাদেশ তার মাঝে জানান দিয়ে আসে শীত। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন বার্তা।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুজলা সুফলা শস্য ভরা সোনার বাংলা।ঋতু পরিবর্তনের সাথে প্রকৃতিও যেন সেজে উঠতে শুরু করেছে।
শীতের সকালে গ্রামে চারপাশ ঘন কুয়াশায় ঢেকে রেখে। শীত যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন বিপাকে পড়তে হয় খেটে খাওয়া স্বল্প আয়ের সাধারণ মানুষগুলো।
ঘন কুয়াশার কারণে রাতে ও ভোরে দূরপাল্লার যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় যার ফলে শিখার হয় দুর্ঘটনা।
কৃষকের ফসলের মাঠের উপর ভোরের কুয়াশার চাদরে ঢাকা জনজীবনে শীতের আমেজ বিরাজ করে। অনুভূত হয় মৃদু থেকে মাঝারি ঠান্ডা।
ভোরে কুয়াশামাখা ঠান্ডা বাতাস আর দিন দুপুরে সূর্যের সোনালী মিষ্টি রৌদ্র উষ্ণতার প্রভাব।
এ সময় বয়স্ক ও শিশুদের জ্বর, সর্দি কাশি রোগে ভুগতে শুরু করে। সচেতন হয়ে জীবনের পথ চলাচলের ক্ষেত্রে সবাইকে সুরক্ষিত থাকতে হবে।